Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, উপমহাপরিদর্শকের কার্যালয়, খুলনায় স্বাগতম

১৯৭২ সালে সদ্য স্বাধীন বাংলাদেশ আর্ন্তজাতিক শ্রম সংস্থা (আইএলও) সদস্যপদ লাভ করে এবং ২২ জুন ১৯৭২ তারিখে ২৯টি আইএলও কনভেনশন অনুসমর্থন (Ratify) করে। আইএলও কনভেনশন-৮১ (Labour Inspection Convention, 1947) এর আলোকে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন পরিদপ্তর সৃজন হয়। পরবর্তীতে ২০১৪ সালে জনবল বৃদ্ধি করে পরিদপ্তর হতে অধিদপ্তরে উন্নীত করা হয়। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (DIFE) বাংলাদেশ শ্রম আইন২০০৬ এর বিধান অনুযায়ী শ্রমিকদের কল্যাণ, পেশাগত স্বাস্থ্য ও কর্মক্ষেত্রে নিরাপত্তামূলক ব্যবস্থাসমূহ বাস্তবায়নসহ শ্রম ক্ষেত্রে শৃঙ্খলা সমুন্নত রেখে মালিক, শ্রমিক, সরকার ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাথে সমন্বয়ের কাজ করে যাচ্ছে।


এ অধিদপ্তরের প্রধান কার্যালয় ঢাকার শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, বিজয়নগর, শ্রম ভবনে। দেশব্যাপী ৩১টি জেলায় অধিদপ্তরের উপমহাপরিদর্শকের কার্যালয় রয়েছে। উপমহাপরিদর্শকের কার্যালয়, খুলনা এর অধিক্ষেত্র খুলনা, সাতক্ষীরা এবং বাগেরহাট জেলার সমগ্র এলাকা। সাংগঠনিক কাঠামো (Organogram) অনুযায়ী অত্র কার্যালয়ে ১৮ জন কর্মকর্তা এবং ১৩ জন কর্মচারীর মোট ৩১টি পদ রয়েছে। উপমহাপরিদর্শকের কার্যালয়, খুলনা এর ঠিকানাঃ ১৫০, খানজাহান আলী রোড, ৪র্থ তলা, পশ্চিম রূপসা, খুলনা সদর, খুলনা।


অধিদপ্তরের ভিশন ও মিশন


ভিশন

নিরাপদ কর্মস্থল, শোভন কর্মপরিবেশ ও শ্রমিকদের জন্য উন্নত জীবনমান।


মিশন

বাংলাদেশ শ্রম আইন২০০৬ এবং বাংলাদেশ শ্রম বিধিমালা২০১৫ অনুযায়ী শ্রমিকদের জন্য উন্নত কর্মপরিবেশ সৃষ্টি ও ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শিশুশ্রম নিরসনের পদক্ষেপ গ্রহণ;

◉ কর্মক্ষেত্রে সকল শ্রমিকের পেশাগত স্বাস্থ্য ও সেইফটির ব্যবস্থা নিশ্চিতকরণ;

◉ বিভিন্ন খাতে সরকার ঘোষিত নিম্নতম মজুরী হার বাস্তবায়ন নিশ্চিতকরণ।

অফিস লোকেশন ম্যাপ